বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > নওয়াজ মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মামনুন

নওয়াজ মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মামনুন

শেয়ার করুন

বাংলাভুমি ডেস্ক ॥ মতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর মামনুন হুসাইনকে মনোনয়ন দিতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মামনুন হুসাইনকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি পিএমএল-এন। তবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি আনুগত্যের দিক দিয়ে এগিয়ে তিনি। কয়েক দিন ধরে নানা হিসাব-নিকাশের পর প্রেসিডেন্ট পদে মামনুনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে নওয়াজ সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হচ্ছেন সিনেটর রাজা রাব্বানি। আওয়ামী ন্যাশনাল পার্টি ও বিএনপি-আওয়ামী রাব্বানিকে সমর্থন দিয়েছে।
ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ সাবেক বিচারপতি ওয়াজিউদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে।