মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > নকিয়ার একাধিক ডিস্পেলের হাত ঘড়ি

নকিয়ার একাধিক ডিস্পেলের হাত ঘড়ি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্যামসং কিংবা এলজি এর পর এবার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া স্মার্ট ঘড়ির বাজার ধরতে মরিয়া! সম্প্রতি নোকিয়া ঘোষণা দিয়েছে তারা একাধিক ডিসপ্লে সম্বলিত স্মার্ট ঘড়ি বাজারে আনবে।

নোকিয়া এরই মাঝে ঘোষণা দিয়েছে তারা স্মার্ট ঘড়ি বাজারে আনতে যাচ্ছে, তাদের প্রকাশিত স্মার্ট ঘড়ির ডিজাইনে থাকছে আলাদা স্বতন্ত্রতা বিশেষ করে অন্য সব প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান যখন একক ডিসপ্লে সম্বলিত স্মার্ট ঘড়ি বাজারে নিয়ে এসেছে নোকিয়া ঘোষণা দিয়েছে তারা একটু ভিন্নতা আনতে যাচ্ছে তাদের স্মার্ট ঘড়িতে এটি হতে যাচ্ছে একাধিক ডিসপ্লে সম্বলিত এবং এতে একই সাথে একাধিক অ্যাপ পরিচালনা করাও সম্ভব হবে।

নোকিয়ার বাজারে আনতে যাওয়া নতুন এই স্মার্ট ঘড়িতে ব্যবহারকারী নিজের ইচ্ছা অনুযায়ী আলাদা আলাদা ডিসপ্লেতে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি চান একটি ডিসপ্লেতে ক্যালেন্ডার এবং ঘড়ি রাখতে পারবেন অন্য ডিসপ্লেতে ইমেইল এভাবে এক এক ডিসপ্লেতে এক এক অ্যাপ চালানো সম্ভব হবে।

বর্তমানে বাজারে থাকা অন্যান্য স্মার্ট ঘড়ি থেকে নকিয়া আনতে যাওয়া এই ঘড়ি অনেকটা মোটা গড়নের হবে কারণ এতে থাকছে একাধিক ডিসপ্লে।

এদিকে বর্তমান বাজারে থাকা অন্যান্য স্মার্ট ঘড়িতে অবশ্য পপ আপ ব্যবস্থায় একই ডিসপ্লেতে একাধিক অ্যাপ চালানো যায়। এদিকে আরেক বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল জানিয়েছে তারাও খুব তাড়াতাড়ি ‘রডধঃপয’ নামে স্মার্ট ঘড়ি বাজারে আনতে যাচ্ছে।

বর্তমানে অনেক প্রতিষ্ঠান স্মার্ট ঘড়ির বাজার ধরতে মরিয়া তবে বাজারে সফলতা পেতে গেলে অবশ্যই আধুনিক প্রযুক্তি সুবিধার পাশাপাশি হালকা স্লিম স্মার্ট ঘড়িই সবার পছন্দের তালিকায় স্থান পাবে।