শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ : নুহাশ পল্লীতে ইফতার আয়োজন

নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ : নুহাশ পল্লীতে ইফতার আয়োজন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ গাজীপুরে তার প্রিয় নুহাশ পল্লীতে কোরআনখানি, কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জুমা নুহাশ পল্লীর পাশের কয়েকটি মাদরাসা ও এতিমখানার ছাত্ররা কোরআন পাঠ করবে এবং কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিল করা হবে। এছাড়া হুমায়ূনের স্ত্রী শাওন, ছেলে নিষাদ ও নিনিতসহ পরিবারের সদস্য এবং ভক্ত-বন্ধুরা কবর জিয়ারত ও ইফতারে অংশ নেবেন। ওই দিন পাঁচশ’-ছয়শ’ মানুষের ইফতারের আয়োজন করা হচ্ছে বলে জানান সাইফুল।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক বুলবুল জানান, হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়ন, স্বামীর কবর জিয়ারত ও কবর বাঁধাইয়ের কাজ তদারকির জন্য বুধবার মধ্যরাতেই নিষাদ ও নিনিতকে নিয়ে শাওন নুহাশ পল্লীতে গিয়ে অবস্থান করছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন। নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবর মার্বেল পাথর দিয়ে পাকা করার কাজ প্রায় শেষ পর্যায়ে।
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৬৪ বছর বয়সে মারা যান। ২৪ জুলাই তাকে গাজীপুরের নুহাশ পল্লীতে দাফন করা হয়। এর আগে ২০১১ সালে তার অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে। যুক্তরাষ্ট্রে কয়েক দফা চিকিত্সাও করা হলেও তিনি ক্যান্সার থেকে মুক্ত হননি।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ূন আহমেদ সাহিত্যজগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। লেখালেখির পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি এমনই জনপ্রিয়তা পান।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, হুমায়ূন না থাকায় সংসারের হাল ধরতে হয়েছে শাওনকে। সংসারের খরচ বেড়ে গেছে। তাই আর্কিটেক্ট শাওন তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রায় সাত-আট মাস আগে ডট’স লিমিটেড নামের গুলশানে একটি ফার্ম খুলেছে। নিষাদ এখন ধানমন্ডির একটি স্কুলে কেজি টুয়ের ছাত্র।