শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > লাইফস্টাইল > নববিবাহিতদের জন্য সংসার সামলানোর টিপস

নববিবাহিতদের জন্য সংসার সামলানোর টিপস

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥

বিয়ের সময়ে হবু স্বামী ও স্ত্রী-এর উচিত নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে খোলাখুলি আলোচনা করা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, খোলাখুলি আলোচনার অভাবে আর্থিক বিষয়ে কিছু ছোট ছোট সমস্যা তৈরি হতে পারে যা, পরে বড় আকার ধারণ করতে পারে। আর সাম্প্রতিককালে ৫০০ ও ১০০০ টাকার নোটের আকালের দিনে বিভিন্ন ক্ষেত্রেই চুড়ান্ত হয়রানির সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। আর এই অবস্থায় অবশ্যই আর্থিক বিষয়ে স্বামী ও স্ত্রী-এর উচিত একটি অর্থনৈতিক পরিকল্পনা করা।

আর্থিক পরিকল্পনা করতে প্রথমেই প্রয়োজন হয় অর্থনৈতিক মূল্য বিচার করা। এর জন্য একটি তালিকা প্রস্তুত করা প্রয়োজন। খানিকটা এই রকম—

ক্স কোন তিনটি জিনিস আপনি কিনতে সবচেয়ে বেশি পছন্দ করেন?

ক্স খরচ কমাতে আপনি কোন জিনিসটি কেনা বন্ধ করে দিতে পারেন?

ক্স কোন তিনটি জিনিসের পিছনে টাকা খরচ করা আপনার মোটে পছন্দ নয়?

ক্স আপনার কাছে যদি এই মুহূর্তে ১০ লক্ষ টাকা থাকে, তাহলে আপনি তা কোন খাতে ব্যয় করবেন?

ক্স সামনে বড় কোনও কিছু কেনার পরিকল্পনা থাকলে (গাড়ি কেনা, বাড়ি কেনা, ছুটি কাটানো) প্রতি খাতে আপনি কত টাকা ব্যয় করবেন?

ভবিষ্যত পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য—

ক্স এই বছরের পর থেকে আপনি আপনার অর্থনৈতিক অবস্থার কী পরিবর্তন ঘটাতে চান?

ক্স আজ থেকে পাঁচ বছর পরে আপনি কত টাকা আয় করবেন? কোথা থেকে আসবে সেই টাকা?

ক্স আজ থেকে পাঁচ বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান?

ক্স কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে?

উপরের বিষয়গুলি মাথায় রাখলেই দাম্পত্যজীবনে আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে।