বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > নরসিংদীতে ফেলের সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ, এক শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে ফেলের সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ, এক শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন

বিল্লাল হোসেন

ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর পেয়ে রাত্রি দত্ত (১৬) নামে পূবালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী মারা গেছে।

সোমবার দুপুরে নিজ ঘরের ভিতর পরীক্ষায় ফেলের সংবাদ শুনার সাথে সাথে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের পংকজ দত্তের কন্যা রাত্রি দত্ত এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পলাশের পূবালী জুট মিলস উচ্চ বিদ্যালয় থেকে গনিতে অকৃতকার্য হয়। সে পূবালী স্কুলের মানবিক শাখার ছাত্রী ছিলো এবং তার স্কুলে রোল পাঁচ ছিলো বলে জানায় রাএির মা।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর সইতে না পারায় সে মারা যায়। তবে বিষয়টি আরো নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।