শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > নাটোরে টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

নাটোরে টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিফিন খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বুধবার বেলা ১১টার দিকে টিফিনে স্কুলের দেয়া নাস্তা খেয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
জানা যায়, নাস্তা হিসেবে ছাত্রীদের কেক খেতে দেয় হয়। এই কেক খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়েড়ে। এদের মধ্যে ৫০ জনকে নাটোর হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের অন্যান্য হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ায় এমন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সকালের নাস্তা হিসেবে কেক সরবরাহ করে আসছিল বেনু বেকারি নামে স্থানীয় একটি কেক তৈরিকারী প্রতিষ্ঠান।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক