শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > নাদালের কাছে ফেদেরারের আরও একটি হার

নাদালের কাছে ফেদেরারের আরও একটি হার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ স্প্যানিয়ার্ড টেনিস তারকা রাফায়েল নাদালের কাছে আরও একবার হারলেন সুইস টেনিসের ‘ওল্ড নেমেসিস’ রজার ফেদেরার। সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে তিনি ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে হেরেছেন বিশ্বের ৩ নম্বর র‌্যাঙ্কিংয়ের তারকা নাদালের কাছে। এর আগে ৩০ বারের লাড়াইয়ে নাদালের জয় ছিল ২০ ম্যাচে। নাদাল সেই জয়ের ধারা লম্বা করে নিয়ে গেলেন ২১/১০-এ। এই দুই তারকার দৈরথ ইদানীং কিছুতেই যেন জমছে না। নাদালের সামনে দাঁড়াতেই পারছেন না এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী টেনিস তারকা ফেদেরার। এ বছরে নাদালের কাছে ফেদেরারের তৃতীয় হার এটি। এ বছর নাদালের বিপে একটি জয়ও পাননি ফেদেরার। এই হারে সিনসিনাটির ৫ বারের শিরোপাজয়ী ফেদেরার এখন নতুন শঙ্কার মুখে। তার র‌্যাঙ্কিং এখন ৫-এ। এই হারে আগামী সপ্তাহে প্রাকাশিতব্য নতুন র‌্যাঙ্কিংয়ে তিনি নেমে আসবেন নিঃসন্দেহে ৭ নম্বরে। সর্বশেষ ১১ বছরের মধ্যে এটিই হবে তার সর্বনিম্ন র‌্যাঙ্কিং। সিনসিনাটির হার্ডকোর্টে ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার ১২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের কাছে হেরেও খুশি। বলেন, বাজে সময় কাটিয়ে উঠে আমি ধীরে ধীরে বেশ উন্নতি করছি। আমি এতেই খুশি। আজ রাতে আমি জিততে কিংবা হারতে পারতাম। কিন্তু হেরে গেছি। শেষ কথা হলো নাদাল খুব আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন। ইউএস ওপেনের আগে সবচেয়ে বড় আসর সিনসিনাটি মাস্টার্স। ইউএস ওপেনের প্রস্তুতি মঞ্চ হিসেবেই অনেকটা ধরা হয় এই আসরকে। আরেকটি গ্র্যান্ড স্লামের আসরের আগে ফেদেরারের বিরুদ্ধে এমন জয়ে উৎফুল্ল স্প্যানিয়ার্ড তারকা রাফায়েল নাদাল। বলেন, আমরা একে-অপরের বিরুদ্ধে মাঠে এমনিতেই বিরাজ করে দারুণ উত্তেজনা। কিন্তু আপনি যখন কোয়ার্টার ফাইনালে খেলবেন তখন ফাইনালে খেলার মতো উত্তেজনা পাবেন না। নাদাল সেমিফাইনালে লড়বেন অ্যান্ডি মারেকে হারিয়ে শেষ চারে ওঠা চেক তারকা টমাস বার্ডিচের বিপ।ে