শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > নাম বদলাতে সুপ্রিম কোর্টে শারাপোভা!

নাম বদলাতে সুপ্রিম কোর্টে শারাপোভা!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ টেনিস কোর্টে তার  দক্ষতা বরাবরই দেখাচ্ছেন মারিয়া শারাপোভা। তবে চারবারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী এ তারকা এবার আলাদা জ্ঞান-গরিমা দেখাচ্ছেন ব্যবসা পাতিতেও। ব্যতিক্রম ঘটনায় সদ্য নিজের নাম বদলাতে চাচ্ছেন এ রুশ টেনিস সুন্দরী। আর এজন্য দ্বারস্থ হয়েছেন আদালতের। কারণ, ওই ব্যবসা। মারিয়া শারাপোভা মিষ্টান্ন প্রস্তুতকারক নিজের প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘সুগারপোভা’। এবার শারাপোভার বদলে সুগারপোভা নাম ধারণ করতে চাইছেন ২৬ বছরের এ রাশিয়ান।  ৩০০,০০০ পাউন্ড বিনিয়োগে নিজের এ ব্যবসায় আরও রমরমাভাব আনতেই শারাপোভার এমন ভাবনা। আর সুগারপোভা নামেই তিনি খেলতে চান এবারের ইউএস ওপেন।  গতকাল দ্য টাইমস জানিয়েছে, শারাপোভার ব্যবসা প্রতিষ্ঠান আসন্ন ইউএস ওপেনে অন্যতম স্পন্সর। এতে স্বাভাবিক কারণেই আসন্ন ওপেনে ভেন্যুজুড়ে মারিয়ার ঠোঁট-মুখ সংবলিত সুগারপোভার ছবি স্থান পাচ্ছে বিলবোর্ডে। শারাপোভা শুধু এবারের ইউএস ওপেনে  বদলি নাম নিয়ে খেলতে চাইছেন। আর ফ্লোরিডা সুপ্রিম কোর্টে এ নিয়ে শারাপোভা তার আবেদনে আরজ করেছেন- এবারের ইউএস ওপেন শেষে যেন তার পুরনো নাম ফিরিয়ে দেয়া হয় তাকে। তিন ভিন্ন রঙ স্বাদ নিয়ে শারাপোভার বিশেষ ধরনের মিষ্টান্ন পৃথিবীজুড়ে ভাল ব্যবসা শুরু করেছে ইতিমধ্যেই। মিডিয়ার খবর, গত বছর সারা বিশ্বে সুগারপোভা বিক্রি হয়েছে ২০ লাখ প্যাকেট। এতে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা খেলোয়াড় মারিয়া শারাপোভার বছরান্তে মোট আয়ের অঙ্কটা দাঁড়ায় ১৫ মিলিয়ন পাউন্ডে। নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোয় এবারের ইউএস ওপেন টেনিস কোর্টে গড়াচ্ছে আগামী ২৬শে আগস্ট। চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত। তবে আসন্ন ওপেনে নিজের নাম বদলে খেলার খায়েশে এখনও গ্র্যান্ডস্লাম কমিটির অনুমতি হাতে পাননি শারাপোভা। আর এবারের ইউএস ওপেনে দৃশ্যত কোচবিহীন খেলতে যাচ্ছেন এ সাবেক এক নম্বর। মার্কিন টেনিস লিজেন্ড জিমি কনোর্সকে মাত্র এক ম্যাচের দায়িত্ব শেষে অব্যাহতি দিয়েছেন শারাপোভা। পরে মিডিয়ায় এক বিবৃতিতে নিজেই জানান এ খবর। ২৬ বছরের মারিয়া শারাপোভা চলতি  বছর শিরোপার স্বাদ নিয়েছেন দুইবার। ইন্ডিয়ান ওয়েলস ও স্টুটগার্ট শিরোপা জয়ের পর শারাপোভা পৌঁছেন এবারের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। তবে মার্কিন তারকা সেরেনা ইউলিয়ামসের  কাছে টানা ১৩তম পরাজয়ে ভাঙে শারাপোভার লাগাতার দুই ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বপ্ন।