মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > নারীদের সবচেয়ে সম্মানিত করেছেন জননেত্রী শেখ হাসিনা: চুমকি এমপি

নারীদের সবচেয়ে সম্মানিত করেছেন জননেত্রী শেখ হাসিনা: চুমকি এমপি

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারীদের সবচেয়ে বড় সম্মানিত করেছে জননেত্রী শেখ হাসিনা। নারীদের জীবনমান উন্নয়নের জন ছেলে-মেয়েদের পরিচয়ে বাবার পাশে মায়ের নাম রাখার কাজটি করেছেন শেখ হাসিনা। উপস্থিত মা-বোনদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, যেই সরকার নারীদের সুখে-দুঃখে পাশে থাকে সেই সরকারকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য মা-বোনদের নিকট দাবি করলে তারা প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে কালীগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব। জননেত্রী শেখ হাসিনা আপনাদের বোনকে তিনবার মনোনয়ন দিয়েছে তাকে পাস করার দায়িত্ব কাদের ? এমন প্রশ্নে উপস্থিত মা-বোনেরা বলেন-আপনাকে আমরা ভোট দিয়ে বিজয়ী করবো।
আজ বুধবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বালীগাঁও এলাকায় বড়বাড়ি আব্দুল রশিদ খানের বাড়িতে ঘরোয়া উঠান বৈঠকে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। নৌকার বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারন জনগনকে সাথে নিয়ে বুধবার চারটি ঘরোয়া উঠান বৈঠক করেন প্রতিমন্ত্রী । প্রতিমন্ত্রীর ঘরোয়া উঠান বৈঠকে নারী-পুরুষের ঢল বইতে থাকে। বুধবার সকালে কালীগঞ্জ বালীগাঁও এলাকায় অ্যাডভোকেট দুলাল সরকারের বাড়ি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামের বাড়ি, যুব মহিলা লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তার বাড়ি ও বড়বাড়ি আব্দুল রশিদ খানের বাড়িতে ঘরোয়া উঠান বৈঠকের মাধ্যমে নৌকায় ভোট চেয়ে সকল সম্প্রদায়ের লোকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রতিমন্ত্রী চুমকি।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, পৌর আ’লীগের সভাপতি আহমেদুল কবির, পৌর কাউন্সিলর আশরাফুল আলম রিপন, মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।