শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > নারী ম্যাজিস্ট্রেটকে মারতে আসা প্রবাসী হোম কোয়ারেন্টিনে

নারী ম্যাজিস্ট্রেটকে মারতে আসা প্রবাসী হোম কোয়ারেন্টিনে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নারী ম্যাজিস্ট্রেটকে মারতে আসা দুবাই ফেরত মিজানুর রহমানকে আটক করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চাচড়া গ্রাম থেকে তাকে আটক করে হোম কোয়ারেন্টিনে পাঠায় পুলিশ।

প্রবাসী মিজানুর রহমান চাচড়া গ্রামের মনতেজ শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূপালী সরকার। তিনি বলেন, জনগণের স্বার্থে তাকে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার দুপুরে এক প্রবাসী বাইরে ঘোরাঘুরি করছে এমন অভিযোগ পেয়ে অভিযানে যান সহকারী কমিশনার ভূপালী সরকার।

তখন তিনিসহ দুই পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মারতে উদ্যত হন প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই।