শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টেস্টের সিরিজ বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টেস্টের সিরিজ বাংলাদেশের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

নিউজিল্যান্ডের মাটিতে তো নয়ই, ঘরেরও মাঠেও কখনও কিউইদের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ মিলছে টাইগারদের। আজ নিজেদের ২০১৮-১৯ মৌসুমের ক্রিকেট সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড, যাতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টেস্ট রেখেছে ব্ল্যাক ক্যাপসরা।

শুধু টেস্ট নয়, নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে এই সফর।

১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে। ৮ মার্চ থেকে বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট। ১৬ মার্চ তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর। এই টেস্টটি হবে ক্রাইস্টচার্চে।

এর আগে, দুই দল সাতটি টেস্ট সিরিজ খেললেও এবারই প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে। আর ২০১৪ সালের পর বাংলাদেশের প্রথম তিন টেস্টের সিরিজও এটি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ তিন টেস্টের সিরিজ খেলেছিল টাইগাররা। সূত্র:জাগোনিউজ২৪.কম