বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থীর সমর্থনে ‘বাংলাদেশী ফর এন্থনি উইনার’

নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থীর সমর্থনে ‘বাংলাদেশী ফর এন্থনি উইনার’

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥ বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থীরা এখন ছুটছেন বাংলাদেশীদের ঘরে ঘরে। জনমত জরিপে শীর্ষে থাকা মেয়র প্রার্থী এন্থনি উইনার ২৪শে জুলাই রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন বাংলাদেশী কম্যুনিটির বিশিষ্ট কয়েকজনের সঙ্গে। এ সময় এন্থনি উইনারকে জানানো হয় যে, নিউ ইয়র্ক সিটির বাংলাদেশী ভোটারের ৯৮% হলেন ডেমক্র্যাট এবং তারা তার পইে থাকবেন। বৈঠকে বাংলাদেশীদের উত্থান এবং নির্বাচনে তাদের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ‘বাংলাদেশী ফর এন্থনি উইনার’ নামে একটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শওকত আলী এবং প্রধান সমন্বয়কারী হয়েছেন মূলধারার ব্যবসায়ী, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আকতার হোসেন বাদল। আহবায়ক হয়েছেন ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, নির্বাচনী তহবিল সংগ্রহ কমিটির চেয়ারম্যান-নাসির খান পল, কো-চেয়ারম্যান ডা. মঞ্জুরুল হাসান, আইন সম্পর্কিত কর্মকর্তা এডভোকেট আবদুল কাইয়ুম, ব্যবস্থাপনা ও কম্যুনিকেশন কর্মকর্তা মোহাম্মদ জাফর তালুকদার এবং প্রচার ও যোগাযোগ সম্পর্কিত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের সাবেক সদস্য এন্থনী উইনারকে নিয়ে শিগগিরই এ কমিটি একটি ইফতার পার্টির আয়োজন করবে বলে বৈঠক শেষে বার্তা সংস্থা এনাকে জানান আকতার হোসেন বাদল। তিনি বলেন, সিটি মেয়র পদে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী এন্থনী উইনারকে বাংলাদেশীদের এগিয়ে চলার পথে সহযাত্রী করতে চাই। সেজন্যে আমরা তার নির্বাচনী প্রচার টিমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকবো। প্রসঙ্গত উল্লেখ্য যে, এন্থনি উইনার জ্যুইস হলেও তার স্ত্রী হচ্ছেন মুসলমান। তার স্ত্রীর নাম হুমা আবেদীন। তিনি দীর্ঘদিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিন্টনের আন্তর্জাতিক পরামর্শ দাতা হিসেবে কাজ করেছেন।