শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > নিজস্ব ভাষার অ্যাপ স্বল্পতায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে ভারত-বাংলাদেশ

নিজস্ব ভাষার অ্যাপ স্বল্পতায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে ভারত-বাংলাদেশ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
নিজস্ব ভাষার বিয়য়বস্তু বা অ্যাপ স্বল্পতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে রয়েছে ভারত- বাংলাদেশ। ১০০ অ্যাপ এর মধ্যে বাংলাদেশে ২৫ শতাংশ ্অ্যাপ বাংলা ভাষায় তৈরি। মাতৃভাষায় তৈরি ওয়েবসাইট খুব বেশি না থাকায় অনেকে ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হচ্ছেনা বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ ।

জিএসএমএয়ের প্রতিবেদনে বলা হয় ,বাংলাদেশে এখনো প্রায় ১১ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের বাইরে আছে । তারা বলছেন, বাংলাদেশে ফেসবুক, ইউটিউব,হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত ব্যবহার করেন দেশের মোট জনসংখ্যার প্রায় তেরো শতাংশ মানুষ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের গড় হার ৩৪ ভাগ। দি মোবাইল ইকোনোমি এশিয়া প্যাসেসিক ২০১৭ শীর্ষক গবেষণায় এ প্রতিবেদন প্রকাশ করে জিএসএমএ আরো জনানান ভারত ও বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দক্ষিণ এশিয়ার গড় অবস্থানের চেয়ে অনেক কম।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইন্টারনেট বঞ্চিত জনগোষ্ঠি প্রায় ২০০ কোটি। এরমধ্যে ১৭০ কোটি মানুষের অবস্থান পাঁচটি দেশে। তারমধ্যে মধ্যে অন্যতম একটি হচ্ছে বাংলাদেশ। এখানে ইন্টারনেট বঞ্চিত মানুষের সংখ্যা প্রায় ১১ কোটি।

সূত্র : যমুনা নিউজ