বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > নিরোধক ছাড়াই জন্ম নিয়ন্ত্রণ!

নিরোধক ছাড়াই জন্ম নিয়ন্ত্রণ!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পুরুষদের জন্য কনডমের বিকল্প হিসেবে ভ্যাসালজেল নামের একটি হরমোনবিহীন জন্ম নিয়ন্ত্রক ইনজেকশন ২০১৭ সাল নাগাদ বাজারে আসছে।

ডেইলি বিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান পার্সিমাস ফাউন্ডেশন এটি তৈরি করছে। ভ্যাসেকটমির মতো এই ইনজেকশন একই ভাবে শুক্রাণু আটকাবে।

পুরুষাঙ্গে ইনজেকশনের মাধ্যমে এটি শরীরে প্রবেশ করানো হবে। দ্বিতীয়বার ইনজেকশনের মাধ্যমে এর কার্যকারিতা নষ্ট করা যাবে। অনান্য নারী জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মতো এটা হরমোনকে প্রভাবিত করবে না।

সম্প্রতি পার্সিমাস ফাউন্ডেশন বেবুনের ওপর এর পরীক্ষা চালিয়ে আশাপ্রদ ফল পেয়েছে বলেও তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় শুধু জন্ম নিয়ন্ত্রনের জন্য সারা বিশ্বে প্রতি বছর বিলিয়ন ডলার মূল্যের নারী জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী তৈরি হয়। এই খরচ কমানোর চিন্তা থেকেই তারা এটি বাজারজাতের চিন্তা করছেন।