বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > নির্বাচনের আগেই ভ্যাকসিন চান ট্রাম্প

নির্বাচনের আগেই ভ্যাকসিন চান ট্রাম্প

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
সম্ভাব্য ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষায় মডার্নাকে আরও ৪৭২ মিলিয়ন ডলার দিলেন যুক্তরাষ্ট্র।

রোববার মার্কিন বায়োটেক কোম্পানিটি জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের একদিন আগেই এ বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি।

মডার্না জানায়, এ অর্থ যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিনের ট্রায়ালে সহায়তা করবে ব।ে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ১০০ দিনও বাকি নেই। নভেম্বরে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, এর পূর্বেই কার্যকর ভ্যাকসিন উন্মুক্ত করে জনতার মন জায়গা করে নিতে চাচ্ছেন ট্রাম্প প্রশাসন। এ কারণে দেশটির সরকার করোনা ভ্যাকসিনের গবেষণা ও উৎপাদনে বিপুল পরিমাণ অর্থ ঢালতে শুরু করেছে। চলতি মাসের শুরুতেই কোভিড-১৯ রোগীদের চিকিৎসা গবেষণায় ৪৫০ মিলিয়ন ডলার এবং নোভাভ্যাক্সের তৈরি ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বারডার কাছ থেকে মার্ডানার মোট অর্থপ্রাপ্তির পরিমাণও প্রায় এক বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মডার্নার ভ্যাকসিন গবেষণায় যৌথভাবে কাজ করছে ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা ডা. অ্যান্থনি ফউসি পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস।