বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ‘নির্বাচনের পর চায়ের দোকান খুলবেন মোদি’

‘নির্বাচনের পর চায়ের দোকান খুলবেন মোদি’

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চায়ের দোকান খুলবেন এবং পাকোড়া বিক্রি করবেন বলে মন্তব্য করেছেন আসামের এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল।

ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আসামের চিরাগে গিয়ে আজমল বলেন, সব বিরোধী দল একজোট হয়ে মোদিকে দেশ থেকে বিতাড়িত করবেন। তারপর মোদি কোনো একটা জায়গায় গিয়ে চায়ের দোকান খুলবেন এবং পকোড়া বিক্রি করবেন।

তবে এই প্রথম নয়, এর আগেও নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা আজমল।

উল্লেখ্য, প্রায় ১২ বছর আগে এআইইউডিএফ দল গঠন করেন আজমল। তিনি আসামের ধুবড়ির এমপি।

গত ১১ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে ভারতের জাতীয় নির্বাচনের প্রথম ধাপ। এবারের নির্বাচনকে দেখা হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রহণযোগ্যতা যাচাইয়ের নির্বাচন হিসেবে। প্রথম ধাপে কয়েক কোটি ভারতীয় দেশটির ২০টি রাজ্য ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোট দেবেন।

ভারতের সংসদের নিম্ন কক্ষ বা লোকসভার নতুন সংসদ গঠনের উদ্দেশ্যে সাত ধাপের এই ভোট উৎসব চলবে ১৯ মে পর্যন্ত। ভোট গণনার দিন ২৩ মে।

এ নির্বাচনে বৈধ ভোটার সংখ্যা ৯০ কোটি, যার কারণে এটি বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ নির্বাচনের তকমা পাচ্ছে।

নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছিল।

ভারতে লোকসভার মোট ৫৪৩টি আসন রয়েছে। সরকার গঠন করতে কোনো দল বা জোটের কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন হয়।