শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > নির্বাচন না হলে গণঅভ্যুত্থানে সমাধান

নির্বাচন না হলে গণঅভ্যুত্থানে সমাধান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন না হলে গণঅভ্যুত্থানেই এর সমাধান করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। আবারও সেই নির্বাচন নিয়েই সংকট সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন না হলে গণঅভ্যুত্থানেই এর সমাধান করা হবে বলে।‘

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সোমবার বিকেলে আনোয়ার জাহিদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ার জাহিদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাজোটের শরীকদল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও বলছেন নির্বাচন নাও হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের এ রাজনৈতিক সংকট মোকাবেলায় যেখানে জনমতের পাশাপাশি আন্তর্জাতিক মহলও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সংহতি প্রকাশ করেছে, সেখানে সরকার জোর করে ক্ষমতা ধরে রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকার বিল মেনে নিচ্ছে না। যা এক সময় তারাই জামায়াত এবং জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে নিয়ে এসেছিল।‘

এ সময় আনোয়ার জাহিদের স্মৃতি চারণ করেন রফিকুল ইসলাম।

স্মরণ সভায় আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।