শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > নুসরাত হত্যার বিচার দাবিতে সারা দেশে মানববন্ধন

নুসরাত হত্যার বিচার দাবিতে সারা দেশে মানববন্ধন

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা ও নারী নিপীড়নের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

বরিশাল: মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও মহিলা ফোরাম।

শুক্রবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধন হয়।

এ সময় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি আক্তারুন্নাহারের সভাপতিত্বে বক্তারা বলেন, প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহানকে কৌশলে হত্যা করা হয়েছে। এখনই সময় নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধ করার।

মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ সময় জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সন্তু মিত্র, অন্বেশা দাস প্রমিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম: নুসরাতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা মানববন্ধন করেছে।

শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ।

বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মাগুরা: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা ও নারী নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

‘তনু, রাফিয়া, নুসরাত—আগামীকাল আমি নই তো?’, ‘আমার বোন হত্যার বিচার করুন অথবা আমাকে হত্যা করুন’, ‘বার্ন ইউনিটে জ্বলছে বোনের লাশ, রাষ্ট্র কী করে ধর্ষকের মুক্তি চাস’ ইত্যাদি স্লোগান লেখা পোস্টার হাতে মানববন্ধনে দাঁড়ান শিক্ষার্থীরা।

নুসরাত হত্যার বিচারের পাশাপাশি আরও দুটি দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবি, ধর্ষণের মামলা বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে। এ ধরনের মামলার অভিযোগপত্র (চার্জশিট) ঘটনার সাত দিনের মধ্যে দিতে হবে। প্রয়োজনে এটিকে আইনে রূপান্তর করতে হবে।

তারা বলেন, শুধু দেরিতে চার্জশিট দেয়ার কারণে মামলা দুর্বল হয়ে যায়। প্রায়ই দেখা যায়, এ কাজে সময় লেগে যায় কয়েক বছর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের গড়িমসির কারণে পার পেয়ে যায় ভয়ঙ্কর অপরাধীরা।

শিক্ষার্থীদের মতে, আইনের ফাঁক গলে অপরাধীদের পার পাওয়ার সুযোগ রয়েছে বলেই একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। এ জন্য রাষ্ট্রের ব্যর্থতাকেই দায়ী করেন তারা।

মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন, ‘কখনও কখনও নারীর ওপর নিপীড়ন হলে উল্টো ওই নারীর পোশাক বা চলাচল নিয়ে প্রশ্ন তোলে এই সমাজেরই একটি অংশ। এখন তারা কী বলবে? নুসরাত তো বোরকা পরেও পশুদের হাত থেকে রক্ষা পেল না।’

মানববন্ধনে বক্তব্য দেন আরাফাত হোসেন, মাইশা কবির, হুমাইরা, সোহানসহ মাগুরা মেডিকেল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। নুসরাতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শেষ হয় মানববন্ধন।

নাটোর: মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মালঞ্চি বাজারের তিনমাথা মোড়ে বাগাতিপাড়া ভূমিহীন সমিতি ও নিজেরা করি এনজিওর যৌথ আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বর্বরোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এতে বক্তব্য দেন নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ সেক্রেটারি এসএম সাদেকুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মশিউর রহমান মানিক, ভূমিহীন সমিতির ফাগুয়াড়দিয়াড় গ্রাম কমিটির সভানেত্রী মীরা বেগম, স্কুলছাত্রী নূপুর প্রমুখ। সূত্রঃ যুগান্তর