বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > নেপালে নিখোঁজ মার্কিন যুবতী, আটক ২

নেপালে নিখোঁজ মার্কিন যুবতী, আটক ২

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তিন বছর আগে নেপাল থেকে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের এক যুবতী অব্রে সাকো (২৩)। এর পর থেকে তার অনুসন্ধান চলছে। কিন্তু কোথাও খোঁজ মিলছে না। তার পরিবারের আশঙ্কা, এ বিষয়ে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হয়নি। তবে পুলিশের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নেপাল পুলিশ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, যে এলাকা থেকে অব্রে নিখোঁজ হয়েছিলেন পুলিশ সেখান থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করে। তাদের একজনের বয়স ১৬ বছর। আরেকজনের বয়স ২২ বছর। আটকের পর তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ওদিকে অব্রের পরিবার তার খবর দিতে পারলে সংবাদদাতাকে ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। ২০১০ সালের এপ্রিলে নেপালের লাংটাংয়ে অব্রে নিখোঁজ হওয়ার পর তার পিতা পল সাকো, তার ভাই ও এক বন্ধু নেপাল আসেন। তারা অব্রের সন্ধানে এখানে ওখানে হন্যে হয়ে ঘুরতে থাকেন। কিন্তু কোথাও থেকে কোন ভাল খবর পাননি। তারপর থেকে তার পরিবার তিনবার নেপালে এসেছেন। তারা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে অনুসন্ধান করেছেন। তারা ভাড়া করেছেন গোয়েন্দা। কিন্তু তাতে কোন লাভ হয়নি।