শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > নেভাদা মরুভূমিতে ৩৫ হাজার দম্পতি

নেভাদা মরুভূমিতে ৩৫ হাজার দম্পতি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সারা বছরের ক্লান্তি ও কাজের চাপকে দূরে ফেলে নিজের সঙ্গিনীদের সাথে একান্ত সময় কাটাতে নেভাদার একটি মরুভূমিতে হাজির হয়েছেন সত্তর হাজার মার্কিনী। সভ্য সমাজ থেকে দূরে এসে প্রাচীন মানুষের মত অংশগ্রহণকারীরা মেতে উঠেছেন আগুন খেলা, শিল্পকলা, সংগীত ও যৌনতায়।

প্রতি বছর বার্ষিক ছুটির সময় নেভাদা মরুভূমিতে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। ব্যস্ত মার্কিনীদের আদিম সভ্যতার ছোঁয়া দিতে এই আয়োজন দিনকে দিন হয়ে উঠছে ব্যাপক জনপ্রিয়। উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই আয়োজেন অংশ নিয়েছে ৬৮ হাজার দর্শক। এছাড়া আরো ২ হাজার আয়োজনকারী। যা গত ২৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

নেভাদা মরুভূমিতে উপস্থিত হওয়া তরুণ-তরুণীদের অতি প্রিয় হলো আগুনের খেলায় মেতে উঠা। এর বাইরে আছে সকাল ও সন্ধ্যাবেলাতে নাচের ব্যবস্থা। আছে কাঠের তৈরি মানুষের গায়ে আগুন দিয়ে আদিম মানুষের যুগে ফিরে যাওয়া। তবে আয়োজনের মূল আর্কষণ, সবার সামনে খোলা প্রান্তরে সঙ্গির সাথে সঙ্গমে মেতে উঠার দৃশ্য। ৩৫ হাজার জুটি একত্রে মেতে ওঠে শরীরের খেলায়।

নেভাদা অবকাশ যাপনে হাজির হওয়া সকল নারী-পুরুষকে মরুঝড় ও ধূলাবালি থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছে কৃত্রিম শহর। দূর থেকে যাকে দেখে মনে হতেই পারে, রুক্ষ পরিবেশের মধ্যে এক টুকরো প্রাণ। শহরটিকে গড়ে তোলা হয়েছে উড়ন্ত বস্তুর আকারে।

তবে বছরের সবচেয়ে বড় উৎসবটি হবে সেপ্টেম্বরের ২ তারিখ। এই দিন উপস্থিত সবাই কাঠের তৈরি বিশাল মানুষের গায়ে আগুন ধরিয়ে দেবে। এই খেলায় অংশ গ্রহণের জন্য খরচ করতে হবে ৬৫০ মার্কিন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ড থেকে ১২০ মাইল উত্তরে অবস্থিত নেভাদা পৃথিবীর একমাত্র কালো মাটির মরুভূমি। ১৯৯০ সাল থেকে সান ফ্রান্সিসকোর আগুনের খেলার মত করে এখানেও আয়োজন হয় এই অনুষ্ঠাটানের। প্রথম বছর মাত্র ৮০ জন অংশ নিলেও গত বছরের অনুষ্ঠানে অংম নিয়েছিল ৫০ হাজার।