শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > পঞ্চগড়ে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু

পঞ্চগড়ে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু

শেয়ার করুন

সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় বুধবার স্থানীয় সংসদ সদস্য মাজহারুল হক প্রধান এ কাজের উদ্বোধন করেন।

বিটিসিএল ও জেলা প্রশাসন জানায়, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সার্কিট হাউজের সামনে থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ৫১ দশমিক ৭ কিলোমিটার এলাকায় অপটিক্যাল ফাইবার স্থাপন করা হবে।

পর্যায়ক্রমে এর সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সংযোগ দেয়া হবে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিল) এ কাজের তদারকির দায়িত্বে রয়েছে।

বিটিসিএল দিনাজপুরের সহকারী প্রকৌশলী (সিএন্ডডাব্লিউ) রঞ্জন কুমার দাস জানান, হামিদা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সম্পন্ন করবে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ কাজ শুরুর দিনটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, এতে তথ্য প্রযুক্তির মহাসড়কে সহজ যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।

পঞ্চগড় বিটিসিএল কার্যালয়ের সামনে এ কাজের উদ্বোধন হয়। এরপর পঞ্চগড় বিটিসিএল কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।