বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > পদবী ও বেতন পরিবর্তন দাবি: গাজীপুরে তিনদিনের কর্মবিরতি

পদবী ও বেতন পরিবর্তন দাবি: গাজীপুরে তিনদিনের কর্মবিরতি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ জেলা প্রশাসনের কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরে টানা তৃতীয় দিনের মত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার তিনদিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মচারীদের অংশগ্রহণে তাদের দাবী আদায়ে এ কর্মসূচী পালিত হয়েছে।

কর্মবিরতি চলাকালে তাদের দাবী আদায়ে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও অফিস সুপার মোঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ-উ-দ্দৌলাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ আশাদুল হক, দপ্তর সম্পাদক দীপঙ্কর চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মীর কাশেম, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা, মামুন-অর-রশীদ, তাজ আকন্দ চুমকি, মোয়াজ্জেম আকন্দ, মোঃ জাকারিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শরীফুল ইসলাম, নূর মোহাম্মদ নিশাত, আসমা খাতুন, কাজী মোজাম্মেল হক, শিপংকর দাস, মোঃ রুহুল আমিন প্রমুখ।

বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, আমাদের দাবী বাস্তবায়ন না হলে আগামী ২৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ হবে। ওই সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষনার পর আমরা দাবী বাস্তবায়নের আন্দোলনের পদক্ষেপ নিবো।