বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > পদ্মা অয়েলের এমডিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

পদ্মা অয়েলের এমডিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো ॥
নিয়োগে দুর্নীতির অভিযোগে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরসহ ৯০ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক এর সহকারী পরিচালক মো. মোরশেদ আলম বাদি হয়ে বন্দর নগরীর সদরঘাট থানায় মামলাগুলো করেন।

তিনি বলেন, পরষ্পর যোগসাজশে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া অবৈধভাবে চাকরি দেওয়ায় এসব মামলা করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের ও এজিএম মো. রফিকুল হাসানকে তিনটি মামলার প্রতিটিতে এবং জিএম (ফিন্যান্স) হেলাল আহমেদ চৌধুরীকে একটি মামলায় আসামি করা হয়েছে।

সদরঘাট থানার ওসি প্রণব কুমার চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক ধারায় করা মামলা তিনটিতে নিয়োগদাতা ও নিয়োগপ্রাপ্তদেরও পৃথকভাবে আসামি করা হয়েছে। তিনি জানান, একটিতে ৬৭ জন, দ্বিতীয়টিতে ১৬ এবং অপরটিতে ৭ জনকে আসামি করা হয়েছে।