শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > পরিবেশবান্ধব খাতে ঋণ বাড়াতে জোর তাগিদ

পরিবেশবান্ধব খাতে ঋণ বাড়াতে জোর তাগিদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব খাতে ঋণপ্রবাহ বাড়ানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ল্েয গঠিত পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরামর্শ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংকে পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ৪০০ কোটি টাকার পৃথক একটি পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য দু’টি পুনঃঅর্থায়ন তহবিল থাকলেও আর্থিক প্রতিষ্ঠানগুলো তা ব্যবহার করছে না। আমরা পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ বাড়াতে এসব প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হতে বলেছি। তিনি বলেন, চলতি ২০১৩-১৪ অর্থবছরে প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানকে এ দুই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ন্যূনতম পরিমাণ ঋণ বিতরণের ল্যমাত্রা পূরণ করতে বলা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার তহবিল থেকে ন্যূনতম ২ কোটি এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনে এডিবি’র ৪০০ কোটি টাকার তহবিল থেকে কমপে ৫ কোটি টাকা ঋণ বিতরণের পরামর্শ দেয়া হয়েছে। মাহফুজুর রহমান বলেন, ইতিমধ্যে পরিবেশবান্ধব খাতে গঠিত পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহার নীতিমালা অনেক সহজ করা হয়েছে। ঋণের সীমাও বাড়ানো হয়েছে। এরপরও আর্থিক প্রতিষ্ঠানগুলো এটি ব্যবহারে আগ্রহী হচ্ছে না। উল্লেখ্য, দেশে বর্তমানে কর্মরত ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানের সঙ্গে পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারের চুক্তি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারে খুব বেশি আগ্রহী হয়নি।