শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > ভ্যারাইটিজ > পলাশে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান

পলাশে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান

শেয়ার করুন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে পলাশের দুটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজার ও সাদ্দাম বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী। এসময় পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রট ফারহানা আলী জানান, বাজার স্থিতিশীল রাখতে মান্যবর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশনায় ঘোড়াশাল বাজার ও সাদ্দাম বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পেঁয়াজের মূল্য বেশি, নেয়ামত রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না লটকানো এবং সস তৈরিতে আটা ও রং ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীকে বাজার স্থিতিশীল ও মূল্য না বাড়ানোর জন্য বলা হয়। তিনি আরও জানান, বাজার স্থিতিশীল রাখতে পলাশ উপজেলায় এ অভিযান চলমান থাকবে।