শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > পশ্চিমবঙ্গে উত্তেজনার পঞ্চায়েত নির্বাচন শুরু আজ

পশ্চিমবঙ্গে উত্তেজনার পঞ্চায়েত নির্বাচন শুরু আজ

শেয়ার করুন

কলকাতা প্রতিনিধি ॥ পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার কাঠামোর তিন স্তরবিশিষ্ট পঞ্চায়েতের নির্বাচন আজ থেকে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে শুরু হচ্ছে। প্রথম পর্বে নির্বাচন হচ্ছে মাওবাদী অধ্যুষিত বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে। নির্বাচন হচ্ছে পাঁচ দফায় যথাক্রমে ১১, ১৫, ১৯, ২২ ও ২৫শে জুলাই। তিন স্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের ৪১ হাজার ৫০৫, পঞ্চায়েত সমিতির ৮ হাজার ৮০০ ও জেলা পরিষদের ৭৪৮টি আসনে ভোট নেয়া হবে। অর্থাৎ মোট ৫৮ হাজার ৮৬৫টি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ৬২৭৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে জয়ীরা বেশির ভাগই তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
৫ পর্বের নির্বাচনে ১৭টি জেলায় মোট এক লাখ ৭০ হাজার মানুষ প্রার্থী হয়েছেন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে একাই লড়াই করছে। অন্যদিকে বামফ্রন্ট জোট হিসেবে তাদের হাতে থাকা বেশির ভাগ পঞ্চায়েত দখলে রাখতে মরিয়া। গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলে বামফ্রন্ট এখনও তৃণমূল কংগ্রেসের দাপটে মাথা তুলতে পারেনি বহু জায়গাতেই। তৃণমূল কংগ্রেস নেতারা দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনের ধারা এই নির্বাচনেও বহাল থাকবে। নির্বাচন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাতের জেরে নির্বাচন কমিশনের মামলা দায়েরের পর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশে সন্তুষ্ট হতে পারেনি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দলের নেতা-কর্মীরাও দারুণ ুব্ধ রাজ্য নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের ওপর। বিভিন্ন জনসভায় মমতাসহ তৃণমূল নেতারা নির্বাচন কমিশনারকে দেখে নেয়ার হুমকিও দিয়েছেন। তবে রাজ্য নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েই নির্বাচন পরিচালনা করছেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন গোটা রাজ্যে প্রাক-নির্বাচনী প্রচার ও নির্বাচনের দিন বাইক বাহিনীর দৌরাত্ম্য বন্ধের নির্দেশ দিয়েছে।