শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > পাকিস্তানপন্থী অংশ হেফাজতের নেতৃত্বে: ইসলামী জোট

পাকিস্তানপন্থী অংশ হেফাজতের নেতৃত্বে: ইসলামী জোট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
হেফাজতে ইসলামের উগ্রবাদী ও পাকিস্তানপন্থী অংশ নেতৃত্বে রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান।

রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জিয়াউল হাসান বলেন, ‘এখনকার যে হেফাজত, এ হেফাজতের উগ্রপন্থী, পাকিস্তানপন্থী, তালবানপন্থী, জঙ্গি এবং প্রতিক্রিয়াশীল মৌলবাদী অংশ এখন নেতৃত্বে আসছে।’

লিখিত বক্তব্যে জিয়াউল হাসান বলেন, ‘আমাদের জাতির চিরশত্রু মুক্তিযুদ্ধের গণহত্যাকারী, মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম লুণ্ঠনকারী, স্বাধীনতা ও মানবতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্রের বিরুদ্ধে সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সাতজন বীরশ্রেষ্ঠ-এর ভাস্কর্যসহ যেসব স্থাপনা জাতির ইতিহাস ও ঐতিহ্যমাখা স্মৃতি বহন করে সেসব স্মৃতি সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে দেশবিরোধী ঘৃণ্য ফতোয়াবাজ, ধর্মব্যবসায়ী, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ জনগণকে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।’

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি জোবাইদ আলী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফারুক হোসাইন উপস্থিত ছিলেন।