শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > পাকিস্তান দলে এক ভাইয়ের বদলে আরেক ভাই

পাকিস্তান দলে এক ভাইয়ের বদলে আরেক ভাই

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন আজহার আলী ও উমর আকমল। তবে উমরের বড় ভাই কামরান আকমল দল থেকে বাদ পড়েছেন। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে সর্বোচ্চ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল। এতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে দলে ফেরানো হয় তাকে। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আকমলত্রয়ের বড় ভাই। চার ম্যাচের টি-টোয়েন্টিতে ৯০ আর তিন ম্যাচের ওয়ানডেতে করেন মোট ৬৮ রান। পিএসএলের দুর্দান্ত খেলার পর জাতীয় দলে ফিরে তার এমন খেলাটা ছিল বিব্রতকর। এতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে রাখা হয়নি তাকে। তবে দীর্ঘদিন দলের বাইরে থাকা নানা বিতর্কের জন্ম দেয়া তার ছোটভাই উমর আকমল দলে ফিরেছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার কাছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারের পর তাকে দল থেকে বাদ দেয়া হয়। তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ও নিজের আচরণ শুধরানোর প্রতিশ্রুতিতে ফের জাতীয় দলে ফিরেছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের পর নেতৃত্ব ছাড়েন আজহার আলী। তারপর তাকে ওয়ানডে দলে রাখা হয়নি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে তিনি খেলছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি। সেখানে অধিনায়ক সরফরাজ আহমেদের সহকারী হিসেবে থাকবেন তিনি। এছাড়া ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় ফাহিম আশরাফ ও ফখর জামান। ফাহিমের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকলেও জায়গা হয়নি একাদশে। ফখর জামান অবশ্য খেলেছেন টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে ৩ ম্যাচ খেলা এই ব্যাটসম্যান চ্যাম্পিয়ন্স  ট্রফিতে থাকবেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। ১লা জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আর ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

পাকিস্তান দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী ও শাদাব খান।