বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > পাক ক্রিকেটারদের কড়া বার্তা ধাওয়ানের

পাক ক্রিকেটারদের কড়া বার্তা ধাওয়ানের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
কথায় কথায় ভারতের দিকে আঙুল তোলা পাকিস্তানের ক্রিকেটারদের কড়া বার্তা দিলেন শিখর ধাওয়ান। তার চাঁচাছোলা আক্রমণ তীরের মতো বিদ্ধ করতে পারে শহীদ আফ্রিদিদের। কাশ্মীর ইস্যু নিয়ে একের পর এক পাক ক্রিকেটার ভারতবিরোধী মন্তব্য করে চলেছেন। আফ্রিদি, জাভেদ মিয়াঁদাদরা সময়ে অসময়ে নানা কথা বলে কাশ্মীরি জনতার প্রতি সমর্থন জুগিয়েছেন।

ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের এমন তৎপরতা মোটেও পছন্দ হয়নি টিম ইন্ডিয়ার আগ্রাসী ওপেনার ধাওয়ানের। এখন ক্রিকেট থেকে সাময়িক অবসরে রয়েছেন তিনি। এর ফাঁকে জনপ্রিয় টেলিভিশন টক শো’য়ে গব্বর সিং স্পষ্ট জানিয়ে রাখলেন, পাকিস্তানি ক্রিকেটারদের উচিত নিজেদের দেশের সমস্যা সমাধানে নজর দেয়া। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর দরকার নেই৷

ভারতে তুমুল জনপ্রিয় টিভি শো আপ কি আদালতে অতিথি হিসেবে উপস্থিত হন ধাওয়ান। তিনি বলেন, যদি আমাদের দেশ নিয়ে কেউ কিছু বলে, তা হলে অবশ্যই তাদের বলব, দাঁড়াও। বাইরের কারও পরামর্শ প্রয়োজন নেই আমাদের। আগে নিজের দেশের সমস্যা মেটাও। পরে অন্যদের নিয়ে কথা বল। কথায় আছে, যারা কাচের ঘরে থাকে, তাদের অন্যের ঘরে ঢিল ছুড়তে নেই।

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও একবার সাবেক পাক অধিনায়ককে একথা স্মরণ করিয়ে দেন ধাওয়ান। গেল বছর এপ্রিলে কাশ্মীর নিয়ে আগ্রাসী টুইট করেন আফ্রিদি। পাল্টা জবাবে ভারতীয় বাঁহাতি ওপেনার লেখেন, আগে নিজেদের দেশের পরিস্থিতি শোধরাও। নিজের ভাবনা নিজের কাছে রাখ। নিজের দেশের জন্য আমরা যা করছি, সেটা ভালোর জন্যই করছি। পরে কী করতে হবে, তা আমাদের জানা আছে। বেশি মাথা ঘামিও না তুমি।