শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > পানি বণ্টনের নতুন ফর্মুলা খুঁজছে বাংলাদেশ-ভারত : জয়শঙ্কর

পানি বণ্টনের নতুন ফর্মুলা খুঁজছে বাংলাদেশ-ভারত : জয়শঙ্কর

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নতুন কোনো বার্তা দিতে পারেননি বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দেশটির পূর্বের প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জয়শঙ্কর বলেন, আগের প্রতিশ্রুতিতে ভারত অনড় রয়েছে। প্রতিশ্রুতি মোতাবেক আমরা এ চুক্তি করে যাবো।

তিস্তার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জানান দুই দেশের মধ্যকার অভিন্ন ৫৪ নদীর পানি বন্টনের নতুন ফর্মুলা খুঁজছে বাংলাদেশ-ভারত। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, দুই পক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে ভারত।

তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়ন কাজে আমাদের সর্বাত্বক সহায়তা থাকবে।

অপর এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, আসামে নাগরিক পুঞ্জি বা এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কথা বলার কিছু নেই।