শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > পাবনায় আশ্রমের সেবক হত্যা: তদন্ত কমিটি গঠন

পাবনায় আশ্রমের সেবক হত্যা: তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি ॥
পাবনায় অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।

পুলিশ সুপার আলমগীর কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাসকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

“কমিটির সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার সেলিন খান, সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান ও দুইজন এসআই।”

উল্লেখ্য, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে সেবাশ্রমের ২০০ গজ দূরে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের কাছে ৬০ বছর বয়সী নিত্যরঞ্জন খুন হন। এ আশ্রমে তিনি ৪০ বছর ধরে সেবা দিয়ে আসছিলেন।