শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > পিএসজিতে আলভেজ

পিএসজিতে আলভেজ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ম্যানচেস্টার সিটি নয়, ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জর্মেইতে (পিএসজি) যোগ দিলেন দানি আলভেজ। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ব্রাজিলের এ ডিফেন্ডার। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনের ক্লাব বার্সেলোনায় খেলেন এ ফুল ব্যাক। এরপর গত মৌসুমের শুরুতে এক বছরের চুক্তিতে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি। দারুণ একটি মৌসুম কাটান সেখানে। তুরিনোর ওল্ড লেডিদের হয়ে ৩৩ ম্যাচে করেন ৬ গোল। আগামী মৌসুম সামনে রেখে আলভেজের সঙ্গে চুক্তি নবায়ন করেনি জুভেন্টাস। এতে এবার তিনি ফ্রি ট্রান্সফারে যোগ দিলেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। বেশ কয়েকদিন ধরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে তার যোগ দেয়ার কথা শোনা যাচ্ছিল। তার সাবেক কোচ পেপ গার্দিওলা চাইছিলেন আলভেজকে। কিন্তু ‘বিবিসি’ জানাচ্ছে, বেতন-ভাতার সন্তোষজনক না হওয়ায় সিটির ক্লাবটিতে যোগ দেননি তিনি। ৩৪ বছর বয়সী আলভেজের বেতন চাওয়া ছিল সপ্তাহে ২৩০,০০০ পাউন্ড। কিন্তু ম্যানসিটি তার পেছনে এত খরচ করতে রাজি হয়নি। তবে অভিজ্ঞ এ ডিফেন্ডারকে এই পরিমাণ অর্থ দিয়ে দলে ভেড়াতে কার্পণ্য করেনি পিএসজি। নতুন ক্লাব যোগ দিয়ে আলভেজ বলেন, ‘দেখুন, আমি প্যারিসে এসেছি শিরোপা জয়ের জন্য। গত কয়েক বছর ধরে বাইরে থেকে ক্লাবটির দারুণ উন্নতি লক্ষ্য করেছি। সেটা তাদের ইউরোপের ফুটবল পাওয়ার হাউজে পরিণত করেছে। এমন একটি ক্লাবের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’