শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলায় চার্জ গঠন

পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলায় চার্জ গঠন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: সব আসামি আদালতে হাজির না হওয়ায় পঞ্চম দফায় পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ। সোমবার এ মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থ থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সিসিকের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত হতে পারেননি।

তাদের অনুপস্থিতির কারণে সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১০ আগষ্ট নির্ধারণ করেছেন।

সিলেট দ্রুত বিচার আদালতের বিশেষ পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, সকল আসামি আদালতে হাজির হতে না পারায় চার্জ গঠন হয়নি।

এর আগে গত ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এ মামলার চার্জ গঠনের তারিখ থাকলেও সব আসামি উপস্থিত না থাকায় পেছানো হয় চার্জ গঠন।

উল্লেখ্য যে, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পদক ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।