শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > পুরুষের প্রয়োজনেই পতিতা

পুরুষের প্রয়োজনেই পতিতা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানুষ কি আসলেই সভ্য হতে পেরেছে? এ প্রশ্নটা করাটা খুব সহজ। কিন্তু উত্তর দেওয়াটা কঠিন। কঠিন এজন্য যে, তাহলে সভ্যতা কি, এর উত্তর দিতে হবে। সভ্যতা হচ্ছে ব্যক্তির চিন্তার চেতনার উন্নতর অবস্থা।

উন্নত কথাটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে ব্যক্তির ভেতরে সততা, আদর্শ, সহিষ্ণুতা, উদারতা ইত্যাদি বিশেষণগুলো য্ক্তু করতে হবে। পোশাকী সভ্যতা আর আত্মার ভেতরে লুকিয়ে থাকা সভ্যতা এক নয়।

রুচিশীল সুন্দর পোশাক, সুন্দর চেহারা, চাল-চলনে এবং বলনে আপনি যদি আধুনিক হন, তবে আপনারকে বাহ্যিকভাবে সভ্য বলা যেতে পারে কিন্তু ভেতরে যদি আদর্শ, সততা, উদারতা না থাকে তবে আপনাকে সভ্য বলাটা কঠিন। সভ্য মানুষেরা জীবনের প্রতিটি স্তরে একটি সীমা মেনে চলবে। এ সীমাটা সে পাবে ধর্মীয় শিক্ষা, রীতি-নীতি ইত্যাদি পালনের মাধ্যমে।

সীমা লঙ্ঘন করলেই আপনি আর সভ্য থাকতে পারবেন না।

পৃথিবীর প্রতিটি ধর্মে স্বামী স্ত্রীর বন্ধনকে অত্যন্ত পবিত্র গণ্য করা হয়। এ বন্ধনে যারা আবদ্ধ তারা সুন্দর জীবন যাপন করতে পারেন। দাম্পত্য জীবনে যৌনতাকে প্রতিটি ধর্মই অনুমোদন দিয়েছে। কিন্তু এর বাইরে যারা যৌনকাজে জড়িত হয়ে পড়েন-তাদের সভ্য বলতে পারা যাবে না।

কেননা, সভ্যতা হচ্ছে সীমার ভেতরে সুন্দর জীবনের প্রতিশ্রুতি। সীমা না মানলে তাকে সভ্য বলা কতোটা যুক্তি যুক্ত তা বিশ্লেষণ সাপেক্ষ বিষয়।

তারপরেও মানুষ সীমার বাইরে কিছু কাজ করে থাকে। তার সবটুকুকেই আবার অসভ্যতা বলা যাবে কি না এটা নিয়ে মতবিরোধ আছে, থাকবে এবং ছিল।

আমি বিবাহ বহির্ভূত যৌনতা নিয়ে দুটি কথা বলবো। পৃথিবীর আদিকাল থেকেই বিপরীত মেরুর আকর্ষণ এড়াতে না পেরে বিবাহ বহির্ভূত যৌন কর্মে জড়িয়ে পড়ার ঘটনা রয়েছে।

পুরুষদের মধ্যে যারা এ কাজটি করছেন, তাদের কোন নামে ডাকা না হলেও নারীদের পতিতা বলে সমাজ একটি শ্রেণঢ তৈরি করে দিয়েছে।

মজার বিষয় হলো, পুরুষের প্রয়োজনেই যদিও তারা নারীকে এ কাজে ব্যবহার করছে; তথাপি তাদের কোন দায়, দোষ সমাজের মানুষ ধরছে না।

পক্ষান্তরে কোন নারী যখন এ সম্পর্কে জড়ায় তখন তাকে নানা রকম লাঞ্ছনা-গঞ্জনা মেখে দিতে কসুর করছে না।

আদিকাল থেকে নারীরা যে যে কারণে এ অনৈতিক কাজে জড়িয়ে পরেছেন তার কয়েকটি এখানে উল্লেখ করা গেল:

১. শারীরিকভাবে পুরুষের চাইতে দুর্বল থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও নারীরা এ কাজে বাধ্য হচ্ছেন।

২. অর্থনৈতিকভাবে পুরুষের চেয়ে স্বচ্ছল না থাকায় অভাবের তাড়নায় অনৈতিক পথে অনেক নারী পা বাড়াচ্ছেন।

৩. নিষিদ্ধ কাজের প্রতি কৌতুহল অনেকটা দায়ী।

৪. সঙ্গদোষ ও স্বভাব দোষ।

৫. সহজেই চাকচিক্যের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা।

৬. পরিবেশ পরিস্থিতি।

৭. অতি দ্রুত ধনী হওয়া আকাঙ্খাও।

৮. চারিত্রিক দৃঢ়তার অভাব।

৯. পুঁজিবাদী সমাজ ব্যবস্থা।

১০. দীর্ঘদিন স্বামী সঙ্গ থেকে বঞ্চিত।

হয়তো আরও বেশ কিছু কারণ নারীদের এ পথে ঠেলে দিচ্ছে। আমার জানা কয়েকটি পরিবার আছে যারা (মা তার মেয়েকে টাকার জন্য ছেলেদের দিকে ঠেলে দিয়েছে) সমাজের অন্যান্যদের সাথে তাল মেলানোর জন্য, গাড়ি বাড়ি ফ্রিজ এয়ারকুলার ইত্যাদির জন্য অনৈতিক পথে তাদের মেয়ে সন্তানকে ঠেলে দিচ্ছে।

অবশ্য এসব পরিবারের অধিকাংশই নিম্নমধ্যবিত্তের যেমন আছে, তেমনি দরিদ্রও আছে। আরেকটি পরিবারকে আমি জানি, যারা তাদের ঘরের সুন্দরী মেয়েটিকে ব্যবসায়িক কাজে টোপ হিসেবে ব্যবহার করছে।

পাওনাদার এলে সেই মেয়েটিকেই এগিয়ে দেওয়া হয় কথা বলার জন্য। আর মেয়েটাও এমন প্রশিক্ষণপ্রাপ্ত, যে চোখের বাণ মেরে ঘায়েল করে ফেলতে তার সময় লাগে না। ময়লা পরিস্কারের নোংরা ছেলেটিও যাতে বেশি পয়সা না চায়, তার জন্য মেয়েটি এমন হাসি হাসে যেন ছেলেটাকে ভালোবাসে। মেয়েটার এমন ভাব দেখে ইলেকট্রিক মিস্ত্রিও তার ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে চলে যায়।

অফিসের কর্মী ছেলেটির সাথে সে এমন আচরণ করে, যেন মনপ্রাণ সপে দিয়ে ভালোবাসে। আর ছেলেটাও মিথ্যে ছলনায় ভুলে তার বেতন টেতন কিছু না চেয়েই একবেলা খেয়ে অনেক কষ্টে দিন কাটায়।

উপরন্তু বেতন যা পায়, তা ঐ মেয়েটির দিকে চেয়ে সেই পরিবারের পেছনেই টাকাগুলো ভাঙে। তার পর যখন ছলনা ধরা পড়ে, তখন নীরবে চোখের জল নিয়ে ছেলেটা ফিরে আসে আপন পথে।

মেয়েটার চোখে জল আসে না, কেননা, এটা তার স্বভাব। আর এ স্বভাবটা তাকে গড়ে দিয়েছে তার পরিবার পরিজনেরা। নইলে যে, এ সমাজে ঠাঁট-বাট নিয়ে বেঁচে থাকা যাবে না, এ সত্যটা তারা জানে। অবাক হবেন না, এটি সত্যি ঘটনা বলছি। সময় আসুক, এ বিষয়টি নিয়ে আমার একটি উপন্যাস খুব শিঘ্রি প্রকাশের অপেক্ষোয় আছে। এমন ঘটনা আপনিও হাজারেরও বেশি পাবেন যদি খুঁজেন। আপনার চোখের সামনে যে চিত্র ভেসে উঠবে তার মধ্যে আমার কথার সত্যতা পাবেন আশা করি।

যাই হোক, যে কারণেরই হোক একবিংশ শতাব্দির এ সভ্য সমাজে বাস করেও আমরা আমাদের ভেতরের মানুষটাকে সভ্য বানাতে পারিনি। যার জন্য আমাদের দেশেও এ অনৈতিক কাজটির প্রতি মানুষ ঝুঁকে পড়ছে।

কারণ একটাই, কেউ অভাবে এ পথে পা বাড়াচ্ছে, কেউ স্বভাব দোষে। তবে তাদের পরিচয় হচ্ছে পতিতা। অবশ্য প্রগতিশীল সমাজ তাদের ইদানিং যৌনকর্মী বলে আখ্যা দিচ্ছে।

পরিচয় যাই দিক, সে মেয়েটি মারা গেলে ধর্মীয় আচার-বিধি অনুযায়ী তাকে সমাহিত করা হবে না এটা কোন সভ্যতা হতে পারে না। আমি এ কথাগুলো বলতাম না। বললাম নিচের এ সংবাদটি পড়ে।