শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > পুরুষের সুখী জীবনের মূলে ‘সুখী স্ত্রী’

পুরুষের সুখী জীবনের মূলে ‘সুখী স্ত্রী’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কোনো পুরুষ তার বিয়ে নিয়ে অসুখী থাকলেও তার স্ত্রীর কারণে সুখী থাকতে পারে। ভাবছেন কিভাবে? স্রেফ স্ত্রী যদি বিয়ের ব্যাপারে ইতিবাচক মূল্যায়ন করে তাহলেই হলো অর্থাৎ স্ত্রী যদি বিয়ে নিয়ে সুখী থাকেন তাতেই তার স্বামীর জীবন সুখী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর দ্য হিন্দু অনলাইনের
মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর সোস্যাল রিসার্চের গবেষক প্রফেসর ভিকি ফ্রিডম্যান বলেন, ‘গুণগত বিয়ের বয়স্ক স্বামী-স্ত্রীরা তাদের জীবন নিয়ে অধিকতর সন্তুষ্ট থাকে।’
‘কিন্তু একজন অসুখী বিবাহিত পুরুষের জীবনের সামগ্রিক সন্তুষ্টি নির্ভর করে স্ত্রী কিভাবে তাদের সম্পর্ককে বর্ণনা করেন এর উপর। স্ত্রী যদি তাদের মধ্যকার বিয়ে নিয়ে উচ্চ মূল্যায়ান করেন, তাহলে স্বামীর জীবন সুখী থাকে। এমনকি স্বামী যদি তাদের বিয়ে নিয়ে নিম্ন মূল্যায়ন করেন তাহলেও। গবেষণায় ফ্রিডম্যানের সহযোগী ছিলেন রাটগারস বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ডেবরা কার।
বয়স্ক দম্পতিরা মনস্তাত্ত্বিকভাবে সুখী কিনা এ বিষয়ে স্বামী-স্ত্রীর বিয়ে মূল্যায়নের প্রভাব পরীক্ষা সংক্রান্ত এটাই প্রথম গবেষণা। ‘ম্যারিজ অ্যান্ড ফ্যামিলি’ নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়।