শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্যের কণা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্যের কণা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সূর্যে একটি বড় আকারের কোরনাল ম্যাস ইজেকশন লক্ষ্য করা গেছে। আর বর্তমানে এর ফলে আমাদের সৌরজগতে ছড়িয়ে পড়েছে শত কোটি কণা। আর বর্তমানে এই কণাগুলোর একটি প্রধান অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
গত ১৬ জুলাই অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী দুপুর ২:০৯ সূর্যের এক বড় আকারের কোরনাল ম্যাস ইজেকশন ঘটে। যার ফলে শত কোটি কণা সৌরজগতে ছড়িয়ে পরে এবং এই কণাগুলো পৃথিবীর দিকে ধাবমান। কোরনাম ম্যাস ইজেকশন হল সোলার বাতাসের (সূর্যের উপরিভাগের চার্জিত কণার প্রবাহ) একটি বিরাটাকার বিস্ফোরণ যার ফলে সূর্যের ক্ষেত্রের বাইরে চার্জিত কণাগুলো বের হয়ে মহাশূন্যে ছড়িয়ে পরে। যদিও সূর্যের সোলার ম্যাক্সিমাম (সৌর সাইকেল-যা কিনা সূর্যের কার্যক্রম এবং আবহ পরিবর্তনের একটি পর্যায়বৃত অবস্থার শেষ ভাগ) এর দেখা পেতে এ বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরও বর্তমানে কিছু উল্লেখ্য ঘটনা লক্ষ্য করা গেছে।
মূলত সোলার ম্যাক্সিমাম এর সময় দেখা যায়, সূর্যে কিছু সানস্পট এর স্বরূপ কালো দাগ এবং এই সময়ই সূর্য সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই পর্যায়ে সূর্য পৃথিবীর পরিবেশেও বিরুপ প্রভাব ফেলে থাকে, বিশেষ করে আবহাওয়াতে।বর্তমান ম্যাস ইজেকশন আর তিনদিনের মধ্যে পৃথিবীতে আঘাত হানবে। এর ফলে জিওম্যাগনেটিক ঝড় ও শুরু হতে পারে। এই ঝড় চলাকালীন উচ্চমানের কারেন্ট আয়নোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে।
যার ফলে রেডিও সিগন্যাল, জিপিএস, কম্পাস গননাতেও ভুল হয়। দেখা যেতে পারে নানা স্থানে অরোরার মত আলোকীয় ঘটনাও। অবশ্য আশার কথা হচ্ছে আগত কণার ফলে সৃষ্ট ম্যাগনেটিক ঝুড় খুব বেশি শক্তিশালী হবে না। ফলে কণার মাধ্যমে আগত অধিকাংশ শক্তিই পৃথিবীর ম্যাগনোটোস্ফিয়ার এ আঘাত করবে। ফলে এর ফলে জিপিএস, ওয়াকি-টকি, কম্পাস গননা তে সমস্যা ছাড়া বিশেষ কিছু হবে না। তবে পৃথিবীর উত্তর ও দক্ষিন দিকে বসবাসকারীরা এর ফলে অরোরা দেখার সুযোগ পেতে পারে।
তবে আগত সোলার ম্যাক্সিমামের আগে এই ধরনের ঘটনা খুব কমই দেখা যায়।