শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > পেপে রেইনা’র হৃদয় ছোঁয়া খোলা চিঠি

পেপে রেইনা’র হৃদয় ছোঁয়া খোলা চিঠি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ লিভারপুলের বিরুদ্ধে অভিযোগ এনে হৃদয় ছোঁয়া এক খোলা চিঠি লিখেছেন তাদের গোলরক পেপে রেইনা। রেইনাকে এই মওসুমে ইতালির কাব নাপোলির কাছে ধার দিয়েছে লিভারপুল। এতে রেইনা খুবই ুব্ধ ও হতাশ। খোলা চিঠিতে তিনি লিখেছেন, তাকে না জানিয়েই নাপোলিতে ধার দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। ২০০৫ সাল থেকে অর্ধযুগের বেশি সময় ধরে দলের সেবা দিয়ে যাওয়ার পর দলের কাছ থেকে এমন আচরণ আশা করেননি বলে লেখেন তিনি। অভিমানী রেইনা বলেন, আমাকে না জানিয়ে তারা কিভাবে অন্য কাবে আমাকে ধার হিসেবে দিল? দলের না খেলে সাইড লাইনে বসে থাকাটাও আমার কাছে অর্থপূর্ণ ছিল। যোগ্যতা দিয়ে ফেরার চেষ্টা করতাম।
লিভারপুল আর স্প্যানিশ কাব বার্সেলোনা ছাড়া অন্য কোন দলের কথা তিনি ভাবেন না বলে জানালেন চিঠিতে। তিনি বলেন, তারা আমাকে পছন্দ করছে না আগে জানালে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতাম। বার্সেলোনাও আমাকে ডাকতে পারত। আমি আবার নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ পেতাম। কিন্তু তারা আমাকে ইতালির কাবে ধার দিল এতে আমি খুবই মর্মাহত। কখনও যদি কষ্ট পেয়ে থাকি তাহলে এবারই কষ্ট পেলাম। আবেগঘন সেই চিঠিতে লেখেন, আমি হয়তো ২০০৫ সাল থেকে লিভারপুলের হয়ে অনেক বেশি মেডেল কিংবা ট্রফি জিততে পারনি। কিন্তু প্রতিটি সাফল্যে আমি দলের সঙ্গে ছিলাম। লিভারপুল তার সঙ্গে এমন আচরণ করলেও তিনি দলের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সমর্থকদের প্রতি আমার কোন খেদ নেই। তারা আমাকে সব সময়ই সমর্থন দিয়ে গেছে। এখনও আমাকে অনেকেই সান্ত্বনা দিচ্ছে।