শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > পোশাক কারখানার রেলিং ভেঙে ৩ জনের মৃত্যু

পোশাক কারখানার রেলিং ভেঙে ৩ জনের মৃত্যু

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ॥ সদরের ফতুল্লায় ক্যাটটেক্স নামে পোশাক কারখানার নির্মাণাধীন রেলিং ভেঙে রাস্তায় চলন্ত অটোরিকশার উপর পড়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত আরও তিনজন আহত হন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ঝড়-বৃষ্টির সময় কুতুবআইল এলাকার ‘ক্যাটটেক্স’ নামে পোশাক কারখানার নির্মাণাধীন সপ্তম তলার রেলিংয়ের একটি অংশ ভেঙে রাস্তায় চলন্ত অটো রিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওয়াজউদ্দিন মারা যান। এবং হাসপাতালে নেয়ার পর আজহারুল ও ফোরকান নামে আরও দু’জন মারা যান। এ ঘটনায় ওই কারখানা ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে জনতা তাদের ওপর চড়াও হন।

আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিন জনকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।