বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > পোশাক শিল্পের উন্নয়নে ইইউ-বাংলাদেশ যৌথ উদ্যোগ

পোশাক শিল্পের উন্নয়নে ইইউ-বাংলাদেশ যৌথ উদ্যোগ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গার্মেন্টশিল্পে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ যৌথভাবে নতুন একটি উদ্যোগ নিয়েছে।
গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধ্বসে ১১০০ জনেরও বেশী মানুষের মৃত্যুর প্রেেিত এই যৌথ উদ্যোগটি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ। খবর বিবিসি
জেনেভাতে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সাথে বাংলাদেশী প্রতিনিধিদের বৈঠকের পর এই উদ্যোগ সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইইউ। ইইউকে তৈরি পোশাক কারখানায় শ্রমিক ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজতর করার জন্যে নতুন শ্রম আইন প্রণয়নসহ নানা প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
সাভারে রানা প্লাজা ধ্বসে ১১০০ জনেরও বেশী মানুষ নিহত হবার পর বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎ নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং বিদেশী ক্রেতারাও বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিয়ে নানা সংশয় প্রকাশ করছেন। এরই পরিপ্রেেিত ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার ক্যারেল ডি গুটের সাথে বাংলাদেশের একটি প্রতিনিধিদল বৈঠক করে।
বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ, বাংলাদেশের গার্মেন্ট ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও-র পরিচালক গাই রাইডারও ঐ বৈঠকে ছিলেন।
বৈঠকের পর ইইউ ট্রেড কমিশনার মি. গুট একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এই উদ্যোগটিকে তারা বলছেন, সাসটেইনিবিলিটি কম্প্যাক্ট এবং এটি তৈরি করা হয়েছে বাংলাদেশে শ্রমিকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং একইসাথে তাদের প্রতি যেন দায়িত্বশীল আচরণ করা হয় সেটি নিশ্চিত করার জন্য।
মি. গুট বলেছেন, এই উদ্যোগেটিকে ভিত্তি ধরে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যেন ভবিষ্যতে রানা প্লাজার মতো ট্র্যাজিডি এড়ানো সম্ভব হয়। এই উদ্যোগে বাংলাদেশও সম্মতি দিয়েছে এবং ইইউর কাছে তারা বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছে।