শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > প্রণব মুখার্জি স্মরণে চট্টগ্রামে শোক বই

প্রণব মুখার্জি স্মরণে চট্টগ্রামে শোক বই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্মরণে শোক বই খুলেছে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে নগরের খুলশি জাকির হোসেন রোডের ভারতীয় সহকারী হাইকমিশনে শোক বই খোলা হয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার (২ ও ৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর করা যাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ জানুয়ারি চট্টগ্রামে এসেছিলেন প্রণব মুখার্জি। সেবার নগরের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলে এক সুধী সমাবেশে তিনি বলেছিলেন, ‘ভারতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অনন্য ভূমিকা ছিল। চট্টগ্রামে না এলে অপূর্ণতা থেকে যেত।’

ওই সমাবেশে প্রণব মুখার্জির হাতে চট্টগ্রাম নগরের চাবি তুলে দেন তৎকালীন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করেন প্রণব মুখার্জি।