শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > প্রতিশোধ নিলো দণি আফ্রিকা

প্রতিশোধ নিলো দণি আফ্রিকা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ওয়ানডে সিরিজ হারের মধুর প্রতিশোধ নিলো সফরকারী দণি আফ্রিকা। রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলারদের কৃতিত্বে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা ২২ রানে। সিরিজের প্রথম ম্যাচ আফ্রিকা জিতেছিল ১২ রানে। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো দণি আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীরা হেরেছিল ৪-১ ব্যবধানে।
রোববার দণি আফ্রিকার করা ১৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে প্রোটিয়া পেসার লনওয়াবো সতসবের বোলিং তোপে পড়ে লঙ্কানরা। মাত্র ৪৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম ওভারের শেষ বলে তিলকারতেœ দিলশানের বদলে খেলতে নামা মাহেলা জয়াবর্ধনেকে (৬) দলীয় ৮ রানের মাথায় ফেলে দিয়ে শুরু করে সতসবে। দলীয় ২৭ রানে দীনেশ চণ্ডীমলকে (২) ডি ককের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিয়ে লঙ্কানদের চাপে ফেলেন সতসবে। লাহিরু থিরিমান্নেকে নিয়ে ৩৭ রানের জুটি গড়ে কুমার সাঙ্গাকারা ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ১৮ রান করে থিরিমান্নে ওয়েন পারনেলের বলে বোল্ড হলে আর ম্যাচে ফিরে আসতে পারেনি স্বাগতিকরা। ৮৫ থেকে ৯০ মাত্র ৬ রানের ব্যবধানে তারা হারিয়ে ফেলে আরও তিনটি উইকেট। কুমার সাঙ্গাকারা একাই প্রতিরোধ করে ৩৫ বলে করেন ৩৯ রান। এই রান করতে তিনি ৪টি চার মারেন। কিন্তু শেষ পর্যন্ত ধাক্কা কাটাতে ব্যর্থ শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১২৩ রানে। ২২ রানে অপরাজিত ছিলেন থিসারা পেরেরা। আর কুশল পেরেরা করেন ২১ রান। এর আগে টস জিতে ব্যাট করতে  নেমে দণি আফ্রিকা প্রথম উইকেটটি হারায় ১১ রানে। তবে অন্যান্য ব্যাটসম্যানদের ছোটখাটো অবদানে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের মোটামুটি স্কোর দাঁড় করে তারা। আগের ম্যাচের সেরা পারফর্মার জেপি ডুমিনি এদিন ২৩ বলে তিন বাউন্ডারিতে ৩০ রান করেন। ২১ বলে এক চার ও দুই ছয়ে ৩৬ রানের সেরা ইনিংস খেলেন ডেভিড মিলার। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
সংপ্তি স্কোর
দ. আফ্রিকা: ১৪৫/৬ (কক ১৯, ডু প্লেসিস ১২, ডুমিনি ৩০, মিলার ৩৬, কুলাসেকারা ২/২২, সেনানায়েকে ২/১৮, মালিঙ্গা ১/৩২)
শ্রীলঙ্কা: ১২৩/৭ (পেরেরা ২১, সাঙ্গাকারা ৩৯, থিরিমান্নে ১৮, থিসারা ২২, সতসবে ২/১৭, মরকলে ২/৩৪, পারনেল ১/২৫, ওয়াইস ১/২৫, তাহির ১/২১)
ফল: দণি আফ্রিকা ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: ডেভিড মিলার।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দ. আফ্রিকা ২-০।