শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > প্রতি বছর ৫০ হাজার তরুণকে আইটি প্রশিক্ষণ

প্রতি বছর ৫০ হাজার তরুণকে আইটি প্রশিক্ষণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশে প্রতি বছর ৫০ হাজার তরুণকে তথ্য প্রযুক্তিতে (আইটি) প্রশিক্ষিত করে তোলা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সজীব ওয়াজেদ বলেন, গত বছর ৩০ হাজার তরুণকে আইটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো। তিনি বলেন, দেশের আইটি খাতে বৈদেশিক মুদ্রা আয় তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে। প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্যোক্তা হিসেবে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)। সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।