শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > প্রথম দিন বুঝেছিলাম ধোনি স্পেশাল ক্রিকেটার: শচিন

প্রথম দিন বুঝেছিলাম ধোনি স্পেশাল ক্রিকেটার: শচিন

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
প্রায় দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতকাল শনিবার সন্ধ্যায় এক ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে তাকে এখন থেকে সাবেক ক্রিকেটার হিসেবে গণ্য করতে বলেছেন। তবে এখনও ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন ধোনি।

ধোনিকে একঝলক দেখেই, শচিন বুঝে গেছিলেন যে স্পেশাল এক ক্রিকেটারকে পেয়েছে ভারত। সে কথা গাঙ্গুলির সঙ্গে আলোচনাও করেছিলেন শচিন।

ধোনির বিদায়ের পর স্মৃতি রোমন্থন করতে গিয়ে তখনকার কথা বলেছেন মাস্টার ব্লাস্টার। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারতীয় দলে আসার আগে আমি তার (ধোনি) ব্যাপারে কিছুই জানতাম না। বাংলাদেশে ওয়ানডে টুর্নামেন্টে তাকে প্রথম দেখি। গাঙ্গুলির সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি তখন বলছিলাম যে এই ছেলের ভেতরে স্পেশাল কিছু আছে।’

‘প্রথম শ্রেণির ক্রিকেটে আক্রমণাত্মক খেলা আর আন্তর্জাতিক ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খেলা পুরোপুরি ভিন্ন দুটি বিষয়। প্র্যাকটিস ম্যাচে ধোনি দুইটি বাউন্ডারি মেরেছিল। তখন আমি গাঙ্গুলিকে বলি, দাদা এই ছেলের শটে বিশেষ দ্যুতি আছে। দারুণ মারতে পারে। ভারতীয় দলের হয়ে এটাই ছিল ধোনির প্রথম সিরিজ। কিন্তু যেভাবে সে বল পেটাচ্ছিল, নিজেকে স্পেশাল কিছু বানানোর প্রতিশ্রুতিই দিচ্ছিল।’

ছয় বছর ধোনির অধিনায়কত্বে খেলেছেন শচিন। ধোনির সেরা গুণ হিসেবে তার চাপের মুখেও শান্ত থাকার বিষয়টিকে উল্লেখ করে শচিন বলেন, ‘তার একটা গুণ খুব ভালো লাগে, শান্ত থাকতে পারা। যা তাকে সফল হতে অনেক সহায়তা করেছে। তার এই যাত্রা সত্যিই অসাধারণ। ছোট শহর থেকে উঠে এসে ভারতের হয়ে ১৫ বছর খেলা সত্যিই প্রশংসার দাবীদার।’