শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > প্রথম নারী প্রেসিডেন্ট পেল তাইওয়ান

প্রথম নারী প্রেসিডেন্ট পেল তাইওয়ান

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন সাই ইঙ–ওয়েন। শাসক দল কুয়োমিঙতাঙ্গের প্রেসিডেন্ট পদপ্রার্থী এরিক চু–কে বিপুল ভোটে পরাজিত করেছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির এই নেত্রী। এখনও ভোটগণনা চলছে, তবে ফলাফলের গতিপ্রকৃতি যা, তাতে এতদিনের বিরোধী দলের নেত্রীর জয় শুধু সময়ের অপেক্ষা। শাসক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীও সংবাদমাধ্যমের কাছে হার স্বীকার করেছেন। বিজেতা দলের প্রার্থী সাই ইঙ–ওয়েনের প্রাপ্ত ভোটের হার ৬০ শতাংশ, অন্যদিকে এরিক পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট। তাইওয়ানের ইতিহাসে ভোটের নিরিখেও রেকর্ড করেছেন সাই। এর আগে ৫৮.৪৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছিলেন বর্তমান প্রেসিডেন্ট। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।