শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > প্রথম ৬ মাসে মুনাফা কমেছে অধিকাংশ ব্যাংকের

প্রথম ৬ মাসে মুনাফা কমেছে অধিকাংশ ব্যাংকের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বেশির ভাগের পরিচালনা মুনাফা কমেছে। ২০১৩ সালের প্রথম ৬ মাসের পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ ব্যাংকের মুনাফা নিম্নমূখী। ব্যাংকাররা বলছেন, মূলত নতুন নীতিমালা অনুসারে প্রভিশন রাখতে গিয়ে কমে গেছে তাদের মুনাফা।

অপরদিকে, বিগত বছরে যেখানে ব্যাংকগুলোতে ছিলো তারল্য সংকট, সেখানে চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকগুলোর হাতে অলস টাকার পাহাড়। ধার নেওয়ার কেউ নেই। এ কারণেও মুনাফা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রাষ্ট্রখাতের বেসিক ব্যাংক ২০১৩-এ মুনাফা করেছে ১৩৪ কোটি ৯৮ লাখ টাকা। যা গত বছরের একই সময় ছিলো ১৩৬ কোটি টাকা। এনসিসি ব্যাংকেরও পরিচালনা মুনাফা কমেছে। ২০১২ সালের জানুয়ারি থেকে জুনে তাদের মুনাফা হয় ২০৩ কোটি টাকা। সেখানে ২০১৩ সালে মুনাফা করেছে ১৭০ কোটি টাকা। তবে বেড়েছে ইসলামী ব্যাংকের মুনাফা। তারা মুনাফা করেছে ৯৭৪ কোটি টাকা। বিগত বছরের একই সময়ে ছিলো ৯৫৪ কোটি টাকা।

জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুনাফাও কমেছে প্রায় ৪৫ কোটি টাকা। ব্যাংকটি মুনাফা করেছে ২০০ কোটি টাকা। গত বছর ছিলো ২৪৫ কোটি টাকা। অপরদিকে আইএফআইসি ব্যাংকের মুনাফা কমে দাঁড়িয়েছে ১৬৫ কোটি টাকায়। ২০১২ সালের একই মেয়াদে তারা মুনাফা করেছিলো ১৮৭ কোটি টাকা।

সূত্র মতে, ঢাকা ব্যাংকের মুনাফা কিছুটা বেড়েছে। তারা ২২১ কোটি টাকা মুনাফা করেছে। ২০১২ সালের প্রথম ৬ মাসে তাদের পরিচালনা মুনাফা ছিলো ২১৫ কোটি টাকা। এছাড়াও মুনাফা কমেছে যমুনা ব্যাংকের। তারা মুনাফা করেছে ১৩০ কোটি। ২০১২ সালে ব্যাংকটির পরিচালনা মুনাফা ছিলো ১৫৫ কোটি টাকা।

বেসরকারি এক্সিম ব্যাংকের মুনাফা কমেছে ১২ কোটি টাকা। ২০১২ সালের প্রথম ৬ মাসে তাদের পরিচালনা মুনাফা দাঁড়ায় ২৩২ কোটি টাকা। আর চলতি বছরে মুনাফা করেছে ২২০ কোটি টাকা।