বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ , ১৫ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো পুরস্কৃত করায় কালীগঞ্জে আনন্দ র‌্যালি

প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো পুরস্কৃত করায় কালীগঞ্জে আনন্দ র‌্যালি

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) তে বাংলাদেশে অসামান্য সফলতার স্বীকৃতি স্বরুপ আন্তর্জাতিক সংস্থা (জিএভিআই) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কারের ভূষিত হওয়ায় মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়নের মূল সৈনিক গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের উদ্যোগে এক আনন্দ র‌্যালি প্রদক্ষিণ করা হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্সে এসে তারা কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ, আরএমও ডা. সঞ্জয় দত্ত, উপজেলা স্বাস্থ্য এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল পাঠান, কাজী মোজাম্মেল হক, আব্দুর রহমান, সুজন চন্দ্র বিশ্বাস, আব্দুল গাফফার পাঠান, আইরিন বেগম, রওশনারা বেগম, আইভি আহম্মেদ প্রমুখ।