শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > রাজনীতি > প্রধানমন্ত্রীর সমালোচনা যেকোন বিচারপতির জন্য অস্বস্তিকর : মুস্তাফিজুর রহমান

প্রধানমন্ত্রীর সমালোচনা যেকোন বিচারপতির জন্য অস্বস্তিকর : মুস্তাফিজুর রহমান

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ষোড়শ সংশোধনী নিয়ে দীর্ঘ বিতর্কের পর সোমবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচরপতি সুরেন্দ্র কুমার সিনহার কড়া সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে ইংরেজি দৈনিক ‘দা ইনডিপেন্ডেন্ট’- এর নিউজ এডিটর মুস্তাফিজুর রহমান বলেছেন, নির্বাহী বিভাগের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যে সমালোচনা করেছেন, নিশ্চয় তা যেকোন প্রধান বিচারপতির জন্য অস্বস্তিকর।

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘এডিটর পিক’ অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সমালোচনায় প্রধান বিচারপতির পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিৎ, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সামালোচনার প্রেক্ষিতে প্রধান বিচারপতির পরবর্তী পদক্ষেপ কী হবে তা বলা আমার জন্য খুবই ধৃষ্টতা হবে। তিনি নিশ্চয় প্রাজ্ঞ ব্যক্তি, তার সিদ্ধান্ত তিনিই নেবেন।

এসময় সিনিয়র সাংবাদিক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের উপস্থাপক খালেদ মহিউদ্দিনের সঙ্গে একমত পোষণ করে মুস্তাফিজুর রহমান বলেন, আমরা আশা করবো রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে (আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ) সামঞ্জস্য সম্পর্ক বজায় থাকুক।