শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > প্রধানমন্ত্রী আল্লাহকে কটাক্ষ করেছেন

প্রধানমন্ত্রী আল্লাহকে কটাক্ষ করেছেন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নারী অধিকারের কথা বলে প্রধানমন্ত্রী মূলত মহান আল্লাহকে কটাক্ষ্য করেছেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ।

তিনি বলেন, ‘ধর্মীয় বিধান তথা কোরআন সুন্নাহর আইনকে যদি কেউ বন্দী জীবন মনে করে তাহলে তাকে ইসলামের অনুসারী বলা যাবে না।’

সোমবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে খেলাফত আন্দোলনের মজলিসের এক জরুরি বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেন, ‘সৃষ্টিকর্তা তার কোনো সৃষ্টির অমঙ্গলের জন্য ধর্মীয় বিধান নাযিল করেননি। সৃষ্টিগত ভাবে যেমন নারী পুরুষ সমান নয় তেমনি কর্তব্য পালন এবং অধিকারের ক্ষেত্রেও উভয় সমান হতে পারে না। ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষের সমান অধিকার দাবি করা অযৌক্তিক।’

মাওলানা আশরাফ বলেন, ‘কোনো মুসলিম নারী ধর্মকে বাদ দিয়ে আল্লাহর বিধান লঙ্ঘণ করে কারো অধিকার চাইতে পারে না। তাছাড়া ইসলাম কোনো নারী কে ঘরে বন্দি রাখার কথা কখনোও বলেনি। প্রয়োজনে নিজেদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করে যে কোনো কাজ করতে পারে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের যুগ্ন মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবুল কাসেম কাসেমী, হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ ও মাওলানা মাসুদুর রহমান প্রমুখ। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম