শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > প্রশাসনে রদবদল, দুই অতিরিক্ত সচিব ওএসডি

প্রশাসনে রদবদল, দুই অতিরিক্ত সচিব ওএসডি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফের রদবদল করা হয়েছে। রদবদল হওয়া ১২টি পদে সচিব এবং অতিরিক্ত সচিবও রয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে।

আদেশে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. শেলিনা আফরোজাকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অন্যদিকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

ডাক ও টলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) একেএম নেছার উদ্দিন ভূইয়াকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক করা হয়েছে।

বুধবার স্বাক্ষরিত পৃথক আদেশে উপ-সচিব পর্যায়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফা কামাল মজুমদারকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এবিএম আমিন উল্লাহ নুরীকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মো. তাহমিদুল ইসলামকে বগুড়ার বিয়াম ফাউন্ডেশনের পরিচালক করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলমকে নজরুল ইনস্টিটিউটের সচিব করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার স্বাক্ষরিত ও বুধবার জারি করা পৃথক আদেশে প্রশাসন ক্যাডারের চারজনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা খাতুনকে ময়মনসিংহ, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঞাকে ঢাকা, রাজশাহী জেলা পরিষদ সচিব মো. তৌফিক আল মাহমুদকে নাটোর এবং বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেনকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।