শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ফাঁকা হতে শুরু হয়েছে রাজধানী

ফাঁকা হতে শুরু হয়েছে রাজধানী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ পথের দুর্ভোগ উপাে করে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। রাজধানী থেকে বহির্গমনের সবগুলো পয়েন্ট দিয়েই স্রোতের বেগে ছুটছে তারা। বাস-ট্রেনেও উপচেপড়া ভিড়। নদীপথেও ছুটছে মানুষ। প্রতিটি লঞ্চেই তিল ধারণের ঠাঁই নেই। আজ থেকে সরকারি ছুটি হওয়ায় ভোর থেকেই রাজধানীর প্রধান বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ, মহাখালীতে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ। সব শ্রেণী-পেশার মানুষ ঈদ উদযাপনে বাড়ি যাওয়ায় ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। কমে গেছে গাড়ির চাপ। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা যায়নি চিরচেনা যানজট। ফুটপাতে কমে গেছে অতিরিক্ত মানুষের ভিড়। বন্ধ হয়ে গেছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠা, পাড়া-মহল্লার দোকানপাট। তবে আগামীকালের মধ্যেই একেবারে ফাঁকা হয়ে যাবে তিলোত্তমা এই নগরী। তবে সব কিছু ছাপিয়ে ঘরমুখো মানুষকে শঙ্কায় ফেলে দিয়েছে ঈদের পর জামায়াতে ডাকা হরতাল। আগামী ১২-১৩ই আগস্ট হরতালের কারণে তাদের ফেরার শিডিউল এলোমেলো হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এবার ঢাকা ছাড়ছেন প্রায় কোটি মানুষ। এর মধ্যে নৌপথে যাত্রী সংখ্যা সবচেয়ে বেশি। এবার নদী পথে প্রায় ৮০ লাখ যাত্রী রাজধানী ছাড়ছেন। দণিাঞ্চলের ৩০ জেলার মানুষের যাতায়াতের প্রধান বাহন লঞ্চ। রেলপথে তিন লাখের বেশি পরিবহণের টার্গেট নেয়া হয়েছে। বাসে ১০ লাখ। প্রাইভেটকার ও আকাশপথসহ অন্যান্য মাধ্যমে তিন লাখের বেশি। ঈদ উপলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর টিকিটের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে সরকারি পরিবহণ সংস্থা বিআরটিসির উদ্যোগে শুরু হয়েছে ঈদ স্পেশাল সার্ভিস।  ঢাকায় চলাচলকারী ৮৮টি এসি বাস ঈদ উপলে দূরপাল্লার বিভিন্ন রুটে দেয়া হয়েছে।
এবার ঢাকা-বরিশাল রুটে লঞ্চভাড়া কম নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এই রুটে ১৮ টাকা লঞ্চের ভাড়া কম নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লঞ্চ মালিকরা। এছাড়া রবিশাল, পাটুরিয়া, দৌলতদিয়া ও কিশোরগজ্ঞে একটি করে মোট চারটি উদ্ধারকারী জাহাজ রাখা হচ্ছে। যাত্রী নিরাপত্তার জন্য সদরঘাটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আছে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা।